দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শিল্পনগরী আল্লারদর্গায় বেলাল এন্ড জামান মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
৯ মে রবিবার বেলা ২টার সময় আল্লারদর্গা গো-হাট গলিতে নতুন ভবনে এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধূরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাবীবী রোকন, সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ডা.আলহাজ্ব.মোঃ ফজলুল হক।
স্বাগত বক্তব্য রাখেন মোঃ শরিফুল ইসলাম মাষ্টার, তিনি জানান অত্যাআধুনিক ডিজিটাল ল্যাব,এক্সরে ও সনোসহ যাবতীয় রোগ নির্ণয় করা যন্ত্রপাতি সমৃদ্ধ আধুনিক মানের মেডিকেল সেন্টার, সেখানে সব সময় একদল তরুন মেধা সম্পন্ন ডাক্তার ২৪ ঘন্টা রোগী দেখবেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাহতামিম মৌলানা সামসুল হক, আল্লারদর্গা প্রেস ক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দীন, জেলা পরিষদের সদস্য আসাদুজ্জামান লোটন চৌধূরী, মখলেচুর রহমান মাষ্টার, ডাক্তার বেলাল হোসেন, ডা.এম.আর. রইচুজ্জামান, ডা. শাহরিয়ার সবুজ, ডা. সুমন প্রমূখ, বক্তারা বলেন মেডিকেল সেন্টার মানবসেবা মূলক একটি প্রতিষ্ঠান, গরীব-দুঃখি মানুষের সেবার উদ্দেশ্যে কাজ করে যেতে হবে, কোন মানুষ যেন প্রতারণার শিকার না হয়, অনুষ্ঠান শেষে দোয়া করা হয়।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি