দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজ হবার দুদিন পর প্রতিবেশীর রান্নাঘরের অব্যবহৃত চুলার মধ্যে থেকে আরাফাত হোসেন নামে দেড় বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার দৌলতপুর ইউপির দাড়েরপাড়া গ্রামের শরিফুল ইসলামের শিশু পুত্র আরাফাত হোসেন গত শনিবার সকাল থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর আরাফাত কে খুঁজে না পেয়ে তার পিতা দৌলতপুর থানায় জিডি করেন। এরপর ঐ শিশুর স্বজন ও থানা পুলিশ অনুসন্ধান চালিয়ে ১০ মে সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে শরিফুল ইসলামের প্রতিবেশী সফের উদ্দিন চুড়িওয়ালার বাড়ির রান্না ঘরের পরিত্যক্ত চুলার মধ্যে বস্তা দিয়ে পেঁচানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ লাশের ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এবং শিশু হত্যার দায়ে অভিযুক্ত ঐ বাড়ির মালিক সফের উদ্দিন চুড়িওয়ালার স্ত্রী কোহিনুর (৪৫) কে আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ হত্যাকান্ডের কারণ জানাতে পারেনি।
দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, শিশু হত্যার কারণ খুঁজে বের করার জন্য আটক কোহিনুর কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Design & Developed By : Anamul Rasel