দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সিমান্তে কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় বিএসএফ, পরে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরৎ দেওয়া হয়।
এলাকাবাসী সূত্রে জানাগেছে ১৬ মে রাবিার সকাল ৬টার সময় কৃষক আব্দুল মালেক মোল্লা, পিতা মৃত আমির মোল্লা, গ্রাম ছলিমের চর এলাকার বাসিন্দা ৮৫/১৩ এস পিলারের কাছে জমিতে কাজ করা অবস্থায় ভারতীয় বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।
বিষয়টি এলাকাবাসী নিকটস্থ চিলমারী বিজিবি ক্যাম্পকে অবগত করলে, চিলমারী কোম্পানী কোমান্ডার সুবেদার বিদ্যুাৎ কুমারের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট একটি দল, ভারতীয় বিএসএফ’র সাথে বেলা ১০টার দিকে ৮৫/১৩ এস পিলার সংলগ্ন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে কৃষক আব্দুল মালেককে ফেরৎ দেওয়া হয়। বিএসএফ’র ৬ সদস্য বিশিষ্ট ভারতের পক্ষে নেতৃত্ব দেন চরভদ্র ক্যাম্পের এ.সি. অনিল কুমার সাহা।