দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চকমাদিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মর্মাšিতক মৃত্যু হয়েছে।
জানাগেছে ২১ মে শুক্রবার বেলা ১টার দিকে চকমাদিয়া গ্রামের মরহুম হানিফ মিসতিরির ছেলে শরু মিসতিরি (৩২) নিজ বাড়িতে পানি উঠানো বৈদ্যতিক মটর থেকে পানি উঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলে পড়ে থাকতে দেখে।
বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে বুঝতে পারে অনেক আগেই তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে দৌলতপুর থানাকে অবগত করে লাশ দাফন করা হয়েছে।