দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের মিরপুর গোরস্থানের গাবগাছের ডালে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।
এলাকাবাসী জানাই ২৬ মে বিকেল ৪টার দিকে গাবগাছে একজনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে দৌলতপুর থানা পুলিশকে খবরদেয়, পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং প্র্রাথমিক সুরতহাল রেকড করে।
লাশ দেখে এলাকাবাসী সনাক্ত করে মিরপুর সিগারেট কারখানা পাড়া গ্রামের আলাউদ্দীনের ছেলে জনি (৩০) এর লাশ, সে মাদকাশক্ত ছিল বলে জানাগেছে।
মাদকের টাকা না পেয়ে পারিবারিক কোলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করেছে বলে এলাকাবাসির ধারণা। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন জানান লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে, ময়না তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি