দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের গোড়ারপাড়া গ্রামের আব্দুল কাদেরের অসুস্থ প্রতিবন্ধী কন্যা রশিদা খাতুন (৪০) গত ২৮ মে শুক্রবার হারিয়ে যায়।
এক পর্যায়ে সিমান্তের ওপারে ভারতীয় পুলিশ তার লাশ উদ্ধার করে, পরে আবেদনের পেক্ষিতে আলোচনার মাধ্যমে লাশ ফেরত দিতে সম্মতি জ্ঞাপন করে।
১ জুন মঙ্গলবার বিকেল ৩টার দিকে ১৫১/১৪ এস (মেঘনা) পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত দেওয়া হয়।
বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ করিমপুর ক্যাম্পের এ.সি ভিমল কুমার, সার্কেল ওমর ফারুক ও ওসি পিন্টু সরকার। বাংলাদেশের পক্ষে নেতৃত্বদেন প্রাগপুর কোম্পানী কোমান্ডার সুবেদার আমজাদ হোসেন ও দৌলতপুর থানার এস.আই জিয়াউর রহমান।