দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুরে প্রাণি সম্পদ প্রদর্শনী -২০২১ উপলক্ষে শুক্রবার বিকাল ৪ টার সময় দৌলতপুর প্রাণি সম্পদ অফিস হল রুমে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
প্রেস ব্রিফিং করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল মালেক, ভেটেরিনারি সার্জন নাজমুল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এ সময় আব্দুল মালেক বলেন, আগামী ৫ জুন শনিবার প্রাণি সম্পদ প্রদর্শনী – ২০২১ উপলক্ষে, যে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে তা সঠিক ভাবে পরিচালনার জন্য সকলের সহযোগীতা কামনা করেন। তিনি আরো বলেন, অবশ্যই মিডিয়ার প্রচারের মাধ্যমে স্বাস্থ্য বিধি মেনে সাধারণ মানুষ প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন এবং দেশকে এগিয়ে নিতে প্রাণি সম্পদ যে উল্লেখ যোগ্য ভূমিকা রাখে তা তুলে ধরবেন।