দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে পূর্ব শত্র“তার জের ধরে ৫ বিঘা জমি খননের পুকুরে প্রায় ৭ লাখ টাকার মাছ নিধন করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
পুকুরের মালিক মৎস খামার মালিক সোনাইকুন্ডি গ্রামের মৃত জমির উদ্দীনের ছেলে আব্দুল মান্নান জানান, ২১ জুন সোমবার সকাল ৭ টার দিকে মৎস খামারে গিয়ে তিনি দেখতে পান, তার পুকুরের সব মাছ মরে ভেষে উঠেছে। তিনি এলাকার মেম্বর ও এলাকার গণ্যমান্য লোকজনকে বিষয়টি অবগত করান।
এলাকাবাসীর ধারণা পূর্ব শত্র“তার জের ধরে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, প্রায় ৭ লাখ টাকার মাছ নিধন করেছে।
এ ব্যাপারে খামারের মালিক চরম ভাবে ক্ষতি গ্রস্থ হয়েছেন, তিনি বিভিন্ন জায়গায় ঋণদেনা করে মৎস খামার তৈরী করেছেন, এ সব ঋণ পরিশোধের মত ক্ষমতা হারিয়ে ফেলেছেন তিনি।
এ বিষয়ে দৌলতপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে অভিযোগ দায়ের করেন। বিষয়টি তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি প্রসাশনের দৃষ্টি আর্কষণ করছেন।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি