দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে হিসাব রক্ষক শামীনুজ্জানের অনিয়ম ও দূর্নীতি চরমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার পরিবেশন ও পুরাতন কাপড় ধোলায়ের টেন্ডার জমা দেওয়া কে কেন্দ্র করে ঠিকাদার ও এলাকাবাসীর চরম উত্তেজনা, জমার শেষ দিন ছিল সোমবার অফিস সময় পর্যন্ত।
টেন্ডার জমা দেওয়ার সময় শেষ হলে, হঠাৎ অনৈতিক ভাবে গোপনে হিসাব রক্ষক শামীনুজ্জান টেন্ডার দিচ্ছে এমন অভিযোগ এনে হিসাব রক্ষক এর অফিসের নাম ফলক ভাংচুর করে উত্তেজিত জনতা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক ব্যক্তি জানান, হিসাব রক্ষক শামীনুজ্জান এর যোগসাজশে, অনিয়ম ও দূর্নীতি কওে করোনার লকডাউন চলাকালীন সময়ে গোপনে কাউকে না জানিয়ে, টেন্ডারের কাজ সম্পর্ণ করছে সে। তাই কিছু ব্যক্তি এই অনৈতিক কাজের প্রতিবাদ করতে এলে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাংচুর করে এবং এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হিসাব রক্ষক শামীনুজ্জান জানান, নিয়ম অনুসারে তিনটা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে স্বচ্ছতার সাথে টেন্ডার জমা শেষ হয়েছে। যাচাই বাচায় শেষে টেন্ডার দিবেন কমিটি।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টি.এইচ.ও. তৌহিদুজ্জামান তুহিন জানান, টেন্ডার জমাকে কেন্দ্র করে অফিস সময়ের শেষে কে বা কারা হিসাব রক্ষক এর রুমের সামনে ভাংচুর করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ বিষয়ে বর্তমান ঠিকাদার ও উত্তেজিত জনতার দাবী নিয়ম অনুসারে নতুন করে টেন্ডার দিতে হলে ঠিকাদারকে চিঠি অথবা মৌখিক ভাবে হলেও জানানোর নিয়ম আছে, আমাকে না জানিয়ে গোপনে হিসাব রক্ষক শামীনুজ্জানের যোগসাজশে গোপনে টেন্ডার হচ্ছে। তাই বিষয়টি তদন্ত করে রিটেন্ডারের দাবী জানায়।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি