দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের আতাউর রহমানে ছেলে আলামিনের পূর্ব শত্রুতার জেরে ৩০ শতাংশ আবাদি জমির মরিচ গাছ ঘাস মারা বিষ দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে আলামিন জানান, আমার প্রতিবেশি মৃত রহিম সর্দারের ছেলে কামাল সর্দারের নেত্রীত্বে তার ভাই ইন্তাজ ও ভাষান সর্দার আমার আবাদি জমির মরিচ গাছ, ঘাস মারা বিষ দিয়ে পুড়িয়ে দিয়েছে। এই আবাদটি আমার ১ বছরের কষ্টের ফসল, আবাদে প্রায় ৬০ হাজার টাকা খরচ। বিষয় টি সঠিক তদন্ত করে বিচার দাবি করছি।
এলাকার সাধারন কৃষক জানান, যেভাবে আলামিনের ফসল নষ্ট করা হয়েছে, সঠিক তদন্ত করে যদি বিচার না হয় তাহলে সাধারন কৃষক আবাদ করতে ভয় পাবে তাই আমরা সঠিক বিচার চাই।