দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সিমান্তের সিরাজ নগর গ্রামে আসন্ন মহরম ও তাজিয়া মিছিলের নেতৃত্ব দেওয়া এবং ইমাম নির্ধারন কে কেন্দ্র করে মৃত মজি খাঁ’র ছেলে রিয়াজ উদ্দীন খাঁ (৭০) নামে একজন নিহত এবং রিয়াজ খাঁ’র ছেলে স্বপন খাঁ ও মেয়ে আজিনা খাতুন (৩০) মারাত্বক আহত হয়েছে।
এলাকাবাসী জানায় প্রতিপক্ষ মৃত সিরাজ খাঁ’র ছেলে দিরাজ খাঁ (৪৫) ও দিরাজ খাঁ’র ছেলে সাদ্দাম খাঁ (২৪) সহ ৪/৫ জন রামদা ও হাসুয়া দিয়ে কুপিয়ে রিয়াজ খাঁ কে হত্যা ও তাদের ছেলে মেয়ে কে আহত করে। আহতদের আশংকা জনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
দৌলতপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে রিয়াজ খাঁ’র লাশ উদ্ধার করা হয়েছে, ময়না তদন্তের জন্য মগে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি