দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ গাইন পাড়া গ্রামের জিয়ারুলরের কন্যা গৃহবধু শান্তনা খাতুন (২০) দীর্ঘ ২ মাস যাবত নিখোঁজ হয়েছে। স্বামী ইয়ামিন গনি জানান তার ধারণা স্ত্রী শান্তনা খাতুন তার মায়ের বাড়ীতে বেড়াতে যাওয়ার কথা বলে পরকিয়ার টানে কোথাও চলে গেছে।
গৃহবধু শান্তনার পরিবার ও তার স্বামী দৌলতপুর উপজেলার রিফাইতপুরের নওদাপাড়া গ্রামের জালাল উদ্দিনের পুত্র মোঃ ইয়ামিন গনি অনেক খোঁজা খুঁজি করে তার সন্ধান মিলাতে পারেনি। নিখোঁজ শান্তনা খাতুনের মা মোছাঃ সিমা খাতুন গত ০২/০৬/২০২১ ইং তারিখে দৌলতপুর থানায় একটি জিডি করেন যার নং ১১৮/২১।
জানাগেছে শান্তনা তার মায়ের বাড়ী হোসেনাবাদের গাইনপাড়া গ্রামে অবস্থান করা কালে গত ০২/০৬/২০২১ তারিখ সকাল ৯টার দিকে প্রয়োজনীয় কেনা কাটার জন্য হোসেনাবাদ বাজারে যায়,
সেখান থেকেই শান্তনা নিখোঁজ হয় ও তার বাড়ীতে আর না ফেরায় তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করেও মোবাইল ফোন বন্ধ থাকায় চিন্তিত হয়ে শান্তনার মা সিমা খাতুন, তিনি দৌলতপুর থানায় জিডি করেন।
জানা গেছে শান্তনার স্বামী ইয়ামিন গনির প্রায় দুই মাস আগে বিয়ে হয়। তার স্বামী ইয়ামিন গনি জানান তার ধারণা স্ত্রী শান্তনা খাতুন তার মায়ের বাড়ীতে বেড়াতে যাওয়ার কথা বলে পরকিয়ার টানে কোথাও চলে গেছে, সে নগদ টাকা ও প্রায় দেড় লক্ষ্যাধিক টাকার সোনার গহনা নিয়ে গেছে।