দৌলতপুর প্রতিনিধিঃ ঢাকা থেকে বহুল প্রচারিত ও প্রকাশিত জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার দৌলতপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি, মোহনা টেলিভিশনের দৌলতপুর প্রতিনিধি,কুষ্টিয়া থেকে প্রকাশিত সময়ের কাগজ পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাংবাদিক মাঞ্জারুল ইসলাম খোকন।
গত ০১ আগষ্ট ২০২১ তারিখে পত্রিকার সম্পাদক সাইফুল আলম ও প্রকাশক সালমা ইসলাম নিয়োগপত্রের বিষয়টি নিশ্চিত করেন। দৈনিক যুগান্তর পত্রিকার দৌলতপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় পত্রিকার সম্পাদক সাইফুল আলম ও প্রকাশক সালমা ইসলাম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন সাংবাদিক মাঞ্জারুল ইসলাম ।
একই সাথে দৌলতপুরের হালচিত্র পত্রিকায় তুলে ধরতে উপজেলাবাসী ও সহকর্মীদের সহযোগীতা কামনা করেন। এছাড়াও সংবাদ সংশ্লিষ্ট যেকোন তথ্য জানানোর জন্য মোবাইল : ০১৭৩২৯৬৫৮৫৬ যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি