দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিল্প নগরী আল্লারদর্গা আওয়ামী লীগ কার্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে শেখ কামালের ৭২ তম জন্ম দিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দৌলতপুর আওয়ামী লীগ আয়োজিত ৫ আগষ্ট বৃহস্পতিবার বিকেল ৪ টার সময় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধূরী। অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডঃ শরীফ উদ্দীন রিমন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হোগলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও আল্লারদর্গা বাজার কমিটির সভাপতি নেতা হাবিবুর রহমান লস্কর, হোগলবাড়ীয়া ইউনিয়নের স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান সেলিম চৌধূরী, এ্যাড: নজরুল ইসলাম, ফজলুল হক কবিরাজ চেয়ারম্যান, প্রাগপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম হালসানা,
শহিদুল ইসলাম মেম্বর, সাজদার আলি, গিয়াস উদ্দীন, সেকেন্দার আলি মেম্বর, আক্তার হোসেন মেম্বর, আব্দুল্লাহ হেল বাঁকী, মথুরাপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ নেত্রী মারুফা ইয়াছমিন সুরভী. ফারুক হোসেন চেয়ারম্যান, আফাজ উদ্দীন মাষ্টার, কামরুজ্জান, রুহুল আমিন প্রমূখ, বক্তারা শেক কামালের জীবন ইতিহাস, ১৫ আগষ্ট ও ২১ আগষ্ট পালন উপলক্ষে ব্যাপক আলোচনা করেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জৈষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের বহুমুখী প্রতিভার কথা উল্লেখ করে সভাপতির ভাষনে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো: রেজাউল হক চৌধূরী বলেন, দেশের ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে তার বিরাট অবদান রয়েছে।
সাংস্কৃতিক দিক থেকে ও ক্রীড়ার দিক থেকে আজকে যে উৎকর্ষতা, স্বাধীনতার পর বিশেষ করে, সেখানে শেখ কামালের একটা বিরাট অবদান রয়েছে। শেখ কামালের সাদাসিধে জীবনে দেশকে গড়ে তোলা, দেশের মানুষের পাশে থাকা, শিক্ষা প্রতিষ্ঠান বা সাংস্কৃতিক অঙ্গন বা ক্রীড়া অঙ্গন-এইসব কিছুর উন্নতি করা, এটাই ছিল তার কাছে সব থেকে বড় কথা।
অনুষ্ঠান শেষে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা ও তার আত্বার মাগফেরাতের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে উপজেলার ১৪ ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।