দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা চামনা হাইস্কুল পাড়া নিজ বাড়ী থেকে কলেজ শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী জানায় ৯ আগষ্ট সোমবার দুপুর ২টার দিকে নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রী কলেজের ভূগোল বিষয়ের প্রভাষক জহুরুল ইসলাম (৪৬) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানাগেছে প্রতি দিনের ন্যায় অন লাইনে ক্লাস নেওয়ার জন্য জহুরুল ইসলাম সকাল ১০ টার দিকে নিজ কক্ষে প্রবেশ করে এবং দরজা বন্ধ করে দেয়, বেলা ১২/১ টার দিকে দরজা খুলে নামাজ আদায় করে।
ঘটনার দিন বেলা ২টা বেজে গেলেও দরজা না খোলার কারণে পরিবারের লোকের সন্দেহ হয়। এ অবস্থায় প্রতিবেশী লোকজনকে ডাকে এবংতারা ভেন্টিলেটার দিয়ে দেখতে পায় প্রভাষক জহুরুলের ঝুলন্ত লাশ।
দৌলতপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে। এলাকাবাসী জানায় পারিবারিক কোলহের কারণে জহুরুল গলায় রশি দিয়ে আত্বহত্যা করেছে, অপর দিকে জহুরুলের ভাইদের দাবী তার স্ত্রী একই কলেজের পরিসংখ্যান বিষয়ের প্রভাষক ছাবিনা ইয়াছমিনের সাথে সম্পর্ক ভাল ছিলনা, সে কৌশলে তাকে মেরে ঝুলিয়ে রেখেছে।
পুলিশ জানায় প্রাথমিক সুরত হাল রেকর্ড করে, লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে, ময়না তদন্তের পর প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি