দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নে জন্ম নিবন্ধন সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৭নং হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ১১ আগষ্ট বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার (উপ-সচিব) কুষ্টিয়া মৃনাল কান্তি দে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম চৌধূরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ তাইজুল ইসলাম, মোজাফ্ফর হোসেন মাষ্টার, ইউপি সদস্য বশির আহাম্মেদ ও সামছুন্নাহার, জামিরুল ইসলাম বাবু চেয়ারম্যান সচিব শিশির আহাম্মেদ প্রমূখ। ইউনিয়নের সদস্য বৃন্দ, এ সময় এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ ও স্থানীয় সাংবাদিক বৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্ততারা জানান ৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন বিনা টাকায়, ৫ বছর পর্যন্ত ২৫ টাকা ও ৫ বছরের উপরে হলে ৫০ টাকা ফি জমা দিয়ে শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিৎ করাই এ কর্মসূচীর প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানটি সঞ্চালন করেন কল্যাণপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছাদুজ্জামান।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি