দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে খাদ্য সহায়তা চেয়ে ওসির কাছে বৃদ্ধ মহিলার ফোন করায় খাদ্য সহায়তা পেয়েছেন বৃদ্ধা। ১১ আগষ্ট গত বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিনের কাছে দৌলতপুর সেন্টার মোড় মসজিদের পেছনে এলাকার খাদ্য সহায়তা চেয়ে ফোন করেন এক বৃদ্ধ মহিলা।
ওই বৃদ্ধ মহিলার ফোন পাওয়ার পর দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন তাৎক্ষণিক থানার সাব-ইন্সপেক্টর অরুণ কুমার কে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য পাঠায় ওই মহিলার দেওয়া ঠিকানায়। সরোজমিনে ওই মহিলার দেওয়া ঠিকানায় গিয়ে ঘটনার সত্যতা পাই সাব ইন্সপেক্টর অরুণ কুমার।
তিনি ফিরে এসে ঘটনা সম্পর্কে দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিনকে অবগত করলে বৃহস্পতিবার সকালে এক মাসের খাদ্য সহায়তা নিয়ে ওই মহিলার দেওয়া ঠিকানায় হাজির হন দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন। সাথে ছিলেন পুলিশ পরিদর্শক তদন্ত শফিকুল ইসলাম সহ থানার বেশ কয়েকজন অফিসার ফোর্স।
প্রায় ৬০ বছরের অধিক বয়সের ঐ বৃদ্ধা মহিলা বলেন, আমি এবং স্বামী পরিত্যাক্তা এক মেয়েকে নিয়ে পরের একটি বাড়িতে বসবাস করি। আমি এবং আমার মেয়ে দুজনেই অসুস্থ।
পাড়া প্রতিবেশীর সহায়তায় আমরা দুবেলা-দুমুঠো খেয়ে পড়ে বেঁচে আছি। কিন্তু করোনা কালীন সময়ে সেই প্রতিবেশীদের থেকেও আর তেমন কিছু আমরা পাচ্ছি না ।
তাই বাধ্য হয়ে একজন ব্যক্তির থেকে দৌলতপুর থানার ওসি সাহেবের ফোন নাম্বারটা নিয়ে ফোন করেছিলাম খাদ্য সহায়তা চেয়ে। তিনি আরো বলেন , ওসি সাহেব যে খাদ্য সহায়তা নিয়ে আমার বাড়িতে এসেছেন , সেটা দিয়ে হয়তো আমার এক মাসেরও অধিক সময় পার হয়ে যাবে।
তাকে সরকারি কোন খাদ্য সহায়তা বা কোন ভাতার কার্ড পেয়েছেন কিনা এই প্রশ্ন করলে তিনি বলেন বিভিন্ন জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েও সরকারি কোনো রকম সুযোগ-সুবিধা পাননি তিনি।
দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিনের সঙ্গে এ বিষয়ে আলাপচারিতায় তিনি বলেন, বুধবার রাতে হঠাৎ একজন বৃদ্ধ মহিলা ফোন করে আমাকে বলে স্যার আমার বাড়িতে কোন রকম খাদ্য নাই।
আমি এবং আমার মেয়ে না খেয়ে জীবন যাপন করছি। এমন খবর পাওয়ার পর ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সাব-ইন্সপেক্টর কুমারকে পাঠায় ওই বৃদ্ধা মহিলার দেওয়া ঠিকানায়। ঘটনার সত্যতা পাওয়ার পরে আমরা থানার পক্ষ থেকে ৩০ কেজি চাউল, ডাল, তেল লবণ, আলু সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি ঐ মহিলার কাছে এবং প্রতি মাসেই আমরা কিছু না কিছু সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে ওই মহিলাকে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি