কুষ্টিয়া,দৌলতপুর উপজেলায় "সবুজ পৃথিবী" নামক বৃক্ষপ্রেমী সংগঠনের যাত্রা শুরু:- অদ্য ১৩/৮/২০২১ ইং রোজ শুক্রবার "সবুজ পৃথিবী গড়বো, বৃক্ষ রোপন করবো" এই স্লোগানকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার অগ্রদূত জননেত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে কুষ্টিয়া, দৌলতপুর উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার বৃক্ষপ্রেমী মানুষদেরকে নিয়ে "সবুজ পৃথিবী" নামক সংগঠনটির যাত্রা শুরু হলো।
"সবুজ পৃথিবী" সংগঠনটির আহবায়ক মোঃ শাহিদুজ্জামান (চপল) মোল্লার সার্বিক তত্ত্বাবধানে বালিরদিয়াড় গ্রামে আজ সকাল ১০ ঘটিকার সময় বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়। বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৭৫/১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ মহোদ্বয়ের সুযোগ্য পুত্র শাইখ আল জাহান শুভ্র,
স্থানীয় ইউ,পি চেয়ারম্যান শাহ আলমগীর সহ বিভিন্ন বৃক্ষপ্রেমী সামাজিক ব্যক্তিবর্গ এবং দৌলতপুর উপজেলার আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সাবেক বর্তমান কর্মী ও নেতৃবৃন্দ।
"সবুজ পৃথিবী" বৃক্ষপ্রেমী সংগঠনটির আহবায়ক কমিটিতে সভাপতি:- মোঃ শাহিদুজ্জামান (চপল) মোল্লা, সহ-সভাপতি:- মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক:- মোঃ আবদুল্লাহ আল আজম (বিকো),
সাংগঠনিক সম্পাদক:- মোঃ নাজমুস সাদাত খাঁন (সজীব) এর নাম প্রকাশিত হয়। আগামীতে "সবুজ পৃথিবী" বৃক্ষপ্রেমী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানান সংগঠনটির আহ্বায়ক কমিটির সভাপতি।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি