দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর ও ভেড়ামারা উপজেলার আদ-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের উদ্দোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৫ আগস্ট রবিবার সকাল ৮ টা থেকে বেলা ১ টা পর্যন্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়। এলাকার ৭৮০ জন হত দরিদ্রের মধ্যে নিজ নিজ বাড়িতে গিয়ে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আব্দুল মজিদ, শাখা ম্যানেজার মোঃ আশরাফুল ইসলাম, মোঃ সোহেল মাহমুদ, মোঃ আনিচুর রহমান, মোঃ হারুন-অর-রশিদ, মোঃ মামুন হোসেন প্রমূখ।