দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৫ আগস্ট রবিবার সকাল ১০ ঘটিকায় মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান শুরু হয় এবং পর্যায় ক্রমে প্রাগপুর কোম্পানীর রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এবং কাথুলিয়ায় কোম্পানী সদরে, এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রায় ২০০ টি অসহায় ও দুস্থ পরিবারকে চাল, ডাল, তেল ময়দাসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের সহায়তা দেওয়া হয়। এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইঞ্জিনিয়ার লেঃ কর্নেল গোলাম মোর্শেদ পি.এস.সি।
উপস্থিত ছিলেন মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার সুবেদার আবুল কালাম, প্রাগপুর কোম্পানী কমান্ডার সুবেদার আরফান, ১নঃ প্রাগপুর ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফুজ্জমান মুকুল সরকার।
বিজিবির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক নিজস্ব অর্থায়নে সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয় এবং শোক দিবসে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শোক স্মরণে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বলে জানান কর্তৃপক্ষ।
এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ৪৭ বর্ডার গার্ড ব্যাটিলিয়নের অধিনায়ক ইঞ্জিনিয়ার লে.কর্নেল গোলাম মোর্শেদ পি.এস.সি বলেন “জাতীয় শোক দিবস ” স্মরণে বিজিবি করোনায় দূর্দশা গ্রন্থ, অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়েছে যা অতিতেও ছিল ভবিষ্যতে অব্যাহত থাকবে।
এছাড়াও সীমান্ত সুরক্ষায় ও করোনা আপদ কালীন সময়ে বিজিবিকে তথ্য দিয়ে ও পাশে থেকে সহযোগিতা করার জন্য উপস্থিত জনগনকে আহবান জানান।