দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে এম’পি বাদশা’র বন্যা কবলিত এলাকা পরিদর্শনকরেন। চারটা ইউনিয়ন বন্যা কবলিত। এর মধ্যে রামকৃষ্ণপুরের আংশিক ও চিলমারির পুরোটা পদ্মা নদীর ওপারে অবস্থিত। এই দুই ইউনিয়নে প্রায় ৫০ হাজার লোকের বসবাস। প্রতি বছরের ন্যায় এবছরও পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
তবে এ বছর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ার ফলে মানুষের আবাদি জমির পাট, ধান সহ বিভিন্ন ফসল বন্যার পানির নিচে তলিয়ে গেছে। এতে ওই দুই ইউনিয়নের চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। তাছাড়াও বন্যার কারনে খাবার পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে।
শুক্রবার সকাল ১০ টা থেকে দিনভর ৭৫ কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ্ বন্যা কবলিত এলাকা পরিদরর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, সহকারী কমিশনার ভূমি আফরোজ শাহীন খশরু, উপজেলা ভাইস-চেয়ারম্যান সাক্কির আহমেদ, সোনালী খাতুন আলেয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, সহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান।
এ সময় এম’পি বাদশা বলেন বন্যা কবলিত এলাকার মানুষের জন্য ১০ মেট্টিক টন চাউল এবং নগদ তিন লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। বন্যা কবলিত এলাকার মানুষকে তিনি আশ্বস্ত করেন বন্যার পানির কারণে যাতে কোন মানুষের খাবারের কষ্ট না হয়, সে জন্য অতিদ্রুত শুকনা খাবার সহ ত্রাণের ব্যবস্থা করবেন।
এদিকে বন্যাকবলিত চর অঞ্চলের মানুষের হাজার কষ্টের মাঝেও এম’পি বাদশা কে তারা পাশে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তারা বলেন আমাদের এই কষ্ট দুর্দশার মাঝে আমাদের পাশে বর্তমান সংসদ সদস্য দাঁড়িয়েছেন এজন্য আমরা অনেক আনন্দিত
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি