নিজেস্ব প্রতিনিধি : কুষ্টিয়ার ভেরামারা উপজেলায় পলাতক আসামী এনামুল হক বিদ্যুৎ পুলিশের হাতে গ্রেফতার।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোর এর কমিশনার মহোদয়ের গোপন সংবাদের ভিত্তিতে, বিভাগীয় কর্মকর্তার নেতৃত্বে, কুষ্টিয়া সার্কেল-২ ভেড়ামারার রাজস্ব কর্মকর্তার উপস্থিতিতে গত ০৯ আগষ্ট দুপুর ১.৩০ টার সময় প্রিভেন্টিভ দল কর্তৃক এনামুল হক বিদ্যুৎ (৪০),পিতা শামসুল হক,গ্রাম-মোসলেমপুর,বাহাদুরপুর,থানা-ভেড়ামারা, জেলা -কুষ্টিয়া এর বসত বাড়ি তল্লাশি করে নকল ব্যান্ডরোল জব্দ করা হয়।
পরবর্তীতে কাস্টমস, একসাইজ ও ভ্যাট কুষ্টিয়া সার্কেল-২ ভেড়ামারা কর্তৃক উক্ত ব্যাক্তির বিরুদ্ধে ভেড়ামারা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫-অ(ই) ধারায় একটি মামলা রুজু করা হয়। মামলা নং ১০, তারিখ ১২/০৮/২১ ইং। গত রবিবার রাতে সে গ্রেফতার হয়ে বর্তমানে আসামি এনামুল হক বিদ্যুৎ (৪০) জেল হাজতে হেফাজতে রয়েছে।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ কুষ্টিয়া হতে নিয়মিতই নকল ব্যান্ডরোল বা নকল ব্যান্ডরোল যুক্ত বিঁড়ি /সিগারেটের বিরুদ্ধে অভিযানপরিচালনা করা হয়ে থাকে। আইন শৃংখলা রক্ষা সংস্থা জানায় করো কাছে এ জাতীয় পন্য পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে এবং অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি