মেহেরপুরের গাংনীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী পেল গাংনীর সূর্যোদয় স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষিকা। দীর্ঘ করোনা সংক্রমনের কারুনে সরকার লকডাউন ঘোষনার পর থেকে স্কুল বন্ধ থাকায় শিক্ষক-শিক্ষিকা কর্মহীন হয়ে পড়ায় তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। আজ বুধবার সকাল ১১টার সময় সূর্যোদয় স্কুল এন্ড কলেজে শিক্ষিকাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী।
মেয়র আহম্মেদ আলী জানান,মহামারী করােনা সংক্রমনের কারণে লকডাউন ঘোষনার পর থেকে অনেকে কষ্টে দিন-যাপন করছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল পেশার কর্মহীনদের জন্য উপহারের ব্যবস্থা করেছেন।
তারই অংশ হিসাবে শিক্ষক-শিক্ষিকাদের উপহার প্রদান করা হয়।শুধু এ শিক্ষাপ্রতিষ্ঠানেই নয়। সকল সরকারী বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় সরকারী ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজ রানা।
এসময় পৌরসভার প্যানেল মেয়র ঝর্ণা বেগম,কাউন্সিলর মকছেদ আলী,পৌরসভার উচ্চমান সহকারি জামিরুল ইসলাম টিক্কা বিশ্বাসসহ পৌরসভার সকল স্ট্যাফ উপস্থিত ছিলেন।