মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক কাতার প্রবাসীর বাসায় দূর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭আগষ্ট) রাতের যে কোন সময় পৌরসভার আশ্রবপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে কাতার প্রবাসী মো. হারুন উর রশিদের একটি পাকা বসত ঘরে এ চুরির ঘটনাটি ঘটে।
কাতার প্রবাসীর স্ত্রী মোছা.মারিয়া আক্তার (২৫) জানান, কিছুদিন আগে কুলিয়ারচর-দ্বাড়িয়াকান্দি রাস্তার পাশে তারা একটি পাকা ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলো। এক সপ্তাহ আগে তার এক ছেলে সন্তান নিয়ে ঘরে তালা লাগিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার দিন বাসায় এসে একবার দেখে যান সব ঠিকটাক আছে।
খালী বাড়ি পেয়ে কে বা কাহারা গত শুক্রবার (২৭ আগষ্ট) রাতের আঁধারে ছাদের উপরে উঠে সিড়ি দিয়ে নীচে নেমে ঘরের লকতালা ভেঙ্গে রুমের ভিতর প্রবেশ করে ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, কাপড় চোপর ও দুইটি মটরসহ প্রাই ৪ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় কাতার প্রবাসীর স্ত্রী মোছা. মারিয়া আক্তার বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কাতার থেকে প্রবাসী মো. হারুন উর রশিদ তার কষ্টের উপার্জিত টাকা ও জিনিসপত্র উদ্ধার সহ চুরির ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন প্রশাসনে উর্ধতন কর্তৃপক্ষের নিকট।