নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়া জেলা পরিষদের অর্থায়নে এবং জেলা পরিষদ সদস্য জান্নাতুল মাওয়া রনির উদ্যোগে ১৯টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বিনামূল্যে বাইসাইকেল প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলে শহরের পিটিআই রোডে আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০জন ছাত্র-ছাত্রীর মাঝে এই বাইসাইকেল বিতরণ করেন।
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেব-উন নেসা সবুজ, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শীলা বসু, জেলা পরিষদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল মাওয়া রনি, মহিলা আওয়ামীলীগ নেত্রী সুলতান করিমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।