গাংনী অফিস : মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী গো-হাটে গরু কিনতে গিয়ে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মতিয়ার রহমান (৪৬) নামের এক কৃষক অসুস্থ্য হয়ে গাংনী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। কৃষক মতিয়ার গাংনী পৌর এলাকার শিশিরপাড়া গ্রামের আব্দুল গনির ছেলে।
শুক্রবার বিকেলের দিকে উপজেলার ছাতিয়ান যাত্রী ছাউনী থেকে কৃষক মতিয়ারকে অসুস্থ্য অবস্থায় স্থানীয়রা উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে,মতিয়ার গরু কেনার উদ্দেশ্য গাংনী হাসপাতাল বাজার থেকে বাসযোগে বামন্দী গো-হাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ হয়ে পড়েন। পরে বাসের হেলপার সুপারভাইজার মিলে ছাতিয়ান যাত্রী ছাউনীতে মতিয়ারকে নামিয়ে রাখে। এসময় মতিয়ারের পকেটে থাকা মোবাইল থেকে তার পরিবারকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি