1. raselahamed29@gmail.com : admin :
  2. uddinjalal030@gmail.com : jalal030 :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন

গাংনীতে এইচএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণ করার দাবীতে মানববন্ধন

Khandaker Jalal Uddin. Email: uddinjalal030@gmail.com
  • Update Time : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ২৭০ Time View

 

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার বিএন কলেজের ২০২১ ইং সালের এইচ এসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে গাংনী-কাথুলী সড়কের বিএন কলেজের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষক-অভিভাবকরা মানববন্ধনের অংশগ্রহণ করেন।

জানা যায়,বিএন কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ আলীমুজ্জামানের অর্থ-আত্মসাত করার কারণে কলেজে পরিচালনা পর্ষদ তাকে বরখাস্ত করে। সে থেকে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষ আলীমুজ্জামান কলেজ কোডের পাসওয়াড গোপন করেন। কোড গোপন করায় ওই কলেজের ২০২১ সালের এইচ,এসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণ করতে পারছেনা। আগামী ৩০ আগস্ট ফর্ম পূরণের শেষদিন। পরীক্ষার্থীরা কোন উপায়ান্তর না পেয়ে মানববন্ধন করেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল আলম ও প্রভাষক ইজারুল ইসলামসহ শিক্ষার্থীরা।

বক্তব্য প্রদানকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন,২০২১ ইং সালের এইচ,এসসি পরীক্ষার্থী সংখ্যা ৭০জন। ইতো পূর্বে এ কলেজের পরীক্ষার্থীরা তিন বছর ভালো ফলাফলে মেহেরপুর জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জন করে। কলেজের ফর্ম পূরণের সমস্যার বিষয়টি লিখিতভাবে উপজেলা,জেলা ও শিক্ষা বোর্ড পর্যন্ত আবেদন করা হলেও অদ্যবধি কোন সুরাহ হয়নি।

শিক্ষার্থীদের দাবি অবিলম্বে ২০২১ সালের এইচ,এসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হউক। দুর্নীতিবাজ বরখাস্তকৃত আলীমুজ্জামান কলেজ কর্তৃপক্ষের সাথে টানাপেড়েনের কারণে কলেজের বড় ধরণের ক্ষতি হচ্ছে। তার গাফিলতির কারণে কলেজ ২০ বছর অতিবাহিত হলেও এমপিভূক্ত হয়নি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020 biplobidiganta.com

Design & Developed By : Anamul Rasel