দৌলতপরে মৎস সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত
দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরের মুথরাপুর আশ্রায়ন প্রকল্পের জলাশয়ে রোববার সকাল ১০ টায় মৎস সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করেন ৭৫-কুষ্টিয়া-১ (দৌলতপুর) সংসদ সদস্য এ্যাডভোকেট আ: কা: ম: সরওয়ার জাহান বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার ,উপজেলা মৎস কর্মকর্তা শহীদ খন্দকার ,আওয়ামীলীগ নেতা টিপু নেওয়াজ। এ ছাড়াও সরকারী কর্মকর্তা ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিতে ।
এ উপলক্ষে -আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য -এ্যাডভোকেট আ: কা: ম: সরোয়ার জাহান বাদশা। উল্লেখ্য -২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এ মৎস্য সপ্তাহ চলবে ।
এ মুথরাপুর আশ্রায়ন প্রকল্পের পুকুরে ৫০ কেজি রুই,কাতলা মৃগেল সহ বিভিন্্ন জাতের মাছের পোনা অবমুক্ত।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি