কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার ঝাউদিয়া ইউনিয়নের খোর্দবাখল গ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম মাহিম(০৩)। সে খোর্দবাখল গ্রামের সুজ্জল ইসলামের একমাত্র ছেলে। মঙ্গলবার দুপুর আনুমানিক ১২ টার দিককে এ ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, মজ্ঞলবার বিকেলে পরিবারের সবাই কাজে ব্যস্ত হয়ে পড়েন। এরই মাঝে শিশু মাহিম সবার অগোচরে তাদের ঘরের পাশের পুকুরে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন।
এক পর্যায়ে ঘরের সামনে পুকুরের পানিতে তাকে ভেসে থাকতে দেখা যায়। পরে প্রতিবেশী লোকজন শিশু মাহিনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।