মিরপুর প্রতিনিধি : কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু’র অনুদানে নির্মিত মিরপুর উপজেলার আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কনফারেন্স রুমে কনফারেন্স টেবিল ও চেয়ার হস্তান্তর করেছেন,
মিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান। সোমাবার দুপুরে প্রতিষ্ঠান প্রধানের কাছে এ কনফারেন্স টেবিল ও চেয়ার হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক,
চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহেল বাকী, আজমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসম পারভেজ, নিমতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান, ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম,
অঞ্জনগাছী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার নাসির, মিরপুর উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মোঃ আফতাব উদ্দীন, মিরপুর উপজেলা জাসদের অন্যতম সদস্য মোঃ ফরিদ উদ্দিন, আমলা ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ আজাম্মেল হক, নারী নেত্রী মোছাঃ রোমা খাতুন মেম্বার প্রমুখ।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি