নিজস্ব প্রতিনিধি : রাজবাড়িতে নকল ব্যান্ডল যুক্ত বিড়ি উদ্ধার, ৫ সেপ্টেম্বর রবিবার বেলা ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শরিফুল ইসলাম এর নের্তৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে পাংশা সর্দার মোড়, মুনসুর বিড়ির গোডাউন হতে তালা ভেঙ্গে ৯৪ হাজার শলাকা মুনসুর বিড়ি জব্দ করে নিয়ে আসা হয়।
আসামী পালায়ে যায়। তবে আসামী গ্রেফতার করার চেস্টা করা হচ্ছে। পরে রাজু বিড়ির গোডাউনে যাওয়া হয় কিন্তু তারা বুঝতে পেরে বিড়ি সরিয়ে ফেলে অন্যত্র ১ হাজার শলাকা রাজু বিড়ি পাওয়া যায় এবং পাশের দোকান হতে ২ হাজার শলাকা কাজল বিড়ি জব্দ করা হয়।
কিছু দুস্কৃতকারী ব্যাক্তি দীর্ঘদিন যাবৎ অত্র এলাকাতে লক্ষ লক্ষ টাকা সরকারী ভ্যাট ফাকি দিয়ে সহজ সরল দোকানদারদের ভূল ভাল বুঝিয়ে প্রশাসনের কিছু অসাধু ব্যাক্তিকে ম্যানেজ করে কম দামের নকল ব্র্যান্ডরোল যুক্ত মুনসুর বিড়ি ও পদ্মা বিড়ি বিক্রয় করে আসছে। এ সময় জেলা ম্যজিট্রেট আছাদুুজ্জামান ও প্রসিকিউর সূর্য কুমার প্রামানিক উপস্থিত ছিলেন।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি