ইবি প্রতিনিধি, কুষ্টিয়া।। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২য় বর্ষের মেধাবী ছাত্র সুমন আহমেদ এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার বেলা ১২টায় শহরের থানার মোড়ে অনুষ্ঠিত উক্ত মানবন্ধন কর্মসুচিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করেন। ঘন্টাব্যপীচলা মানববন্ধনে শিক্ষর্থীরা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র সুমন গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছে। অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে অন্যথায় কঠোর আন্দোলন করারও হুশিয়ারী দেন তারা।
উল্লেখ্য, গত ৩১ শে আগষ্ট কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকায় নিজ বাড়ি থেকে সুমনকে আটক করে র্যাব-১২ কুষ্টিয়া।
ঘটনার বিবরনে র্যাব জানায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ অভিযানিক দল গত ৩১ আগস্ট ২০২১ ইং তারিখ সময় রাত ০১.০০ ঘটিকায় “কুষ্টিয়া জেলার সদর থানাধীন খাজানগর গ্রামস্থ জনৈক মোঃ আলী জিন্নাহ এর মালিকানাধীন চার তলা ভবনের চতুর্থ তলায় আসামী সুমন এর শয়ন কক্ষে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ইয়াবা- ৩৫৪ (তিনশত চুয়ান্ন) পিছ, যাহার মূল্য আনুমানিক ১,৭৭,০০০/- (এক লক্ষ সাতাত্তর হাজার) টাকা, হেরোইন- ৩৬ (ছত্রিশ) গ্রাম , যাহার আনুমানিক মূল্য- ৫৬,০০০/- (ছাপ্পান্ন হাজার) টাকা সহ আসামী সুমন আহমেদ (২১) গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি