কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় গাঁজাসহ যুবক গ্রেফতার মামলা দায়ের,১১ সেপ্টেম্বর শনিবার সকালে মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়ার সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় মোঃ ছাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ, কু্ষ্িটয়া মডেল থানা, কুষ্টিয়া’র সহযোগিতায় এসআই(নিঃ)/মোঃ খালিদুর আশিক, সঙ্গীয় ফোর্সের সমন্বিত প্রচেষ্টায় মাদক ব্যবসায়ী ১। মোঃ সুইট@শাকিল(২৫), পিং-মোঃ আবু সাইদ, সাং-দেশওয়ালীপাড়া, থানা ও জেলা- কুষ্টিয়াকে ২৫ (পঁচিশ) গ্রাম গাঁজা সহ গ্রেফতার পূর্বক নিয়মিত মামলা রুজু করা হয়। থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি