কুষ্টিয়া জেলার কুমারখালীর যদুবয়রা জোতমোড়া গ্রামের মৃত জাদব আলীর পুত্র হত - দরিদ্র রেজাউল ইসলাম রেজা তার নেই নিজস্ব কোন জমি।
রাস্তার পাশে সামান্য জমিতে বসবাস তার জীর্নশীর্ন একটা কুঠির সেখানে নেই কোন বিদুৎ, টয়লেট ও সুপেয় পানির ব্যবস্থা।
বিষয়টি ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের নজরে আসলে তারা এই অসহায় মানুষটির গৃহ নির্মানের উদ্যেগ গ্রহন করে।
গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে ণউঋ এর চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে নির্মান কাজের শুভ উদ্বোধন করেন।
সাইদুল ইসলামের দোয়া পরিচালনায় এ সময় আরো
উপস্থিত ছিলেন সাংবাদিক মাহমুদ হাসান , মিজানুর রহমান নয়ন ,বীর মুক্তি যোদ্ধা হায়দার আলী ,মনিরুল ইসলাম , আ :মাজেদ , মিজান সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিগন ।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি