দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার তেকালা পুলিশ ক্যাম্পের এস আই কামরুজ্জামান লিটনের বিশেষ অভিযানে ভারতীয় ২৩ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারি মোহারমকে আটক আটক করা হয়েছে।
জানাযায় গোপন খবরের ভিত্তিতে গত সোমবার রাত ৯ টার দিকে উপজেলার ডাংমড়কা বাজার সংলগ্ন মিনাজ ফকিরের আস্তানার পাশ এ অভিযান পরিচালনা করে এস আই কামরুজ্জামান লিটন ও সঙ্গীয় ফোর্স, অভিযানে উপজেলার মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মোহারম(২৬) কে ভারতীয় ২৩ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ হাতেনাতে আটক করে পুলিশ।
পরে উদ্ধারকৃত ফেন্সিডিল ও মোটরসাইকেল সহ মাদক কারবারি মোহারম কে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। দৌলতপুর থানা সূত্রে জানা যায়, মাদক উদ্ধারের ঘটনায় দৌলতপুর থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামি মোহারমকে কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি