দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরের আল্লার দর্গায় অপসোনিন ফার্মা লিঃ এর উদ্যোগে শনিবার দুপুরে গ্রাম ডাক্তারদের নিয়ে কর্মশালা অুনষ্ঠিত হয়। দৌলতপুর শান্তা মেডিক্যালের সৌজনে কর্ম শালায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সেক্রেটারী বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি ডাঃ সুমন আলী,
বিশিষ্ট অতিথির বক্তব্য রাখেন, অপসোনিন ফার্মার এরিয়া ম্যানেজার এস, এম মোমিন শিকদার, এমপিও মোঃ শহিদুল ইসলাম, মোঃ শাহেদ, মোঃ রায়হান আলী কর্মশালায় প্রায় অর্ধশতাধিক গ্রাম ডাক্তার অংশ নেয়।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি