দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও আনন্দ ভোজ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের উপস্থিতির মধ্য দিয়ে সভা স্থল জনস্রোতে পরিণত হয়। মঙ্গলবার বিকেল ৪ টার দিকে উপজেলার আল্লাহদর্গা নুরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়ামে দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন রিমন, বোয়ালিয়া ইউনিয়ন চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস, ফিলিপনগর ইউনিয়ন চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ, রিফাইতপুর ইউনিয়ন চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু, হোগলবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান সেলিম চৌধুরী, মথুরাপুর ইউনিয়ন চেয়ারম্যান হাসেম উদ্দিন হাসু, উপজেলা আওয়ামী লীগের নেতা আকতার হোসেন, মির্জা আলম রিগান,জাহারুল ইসলাম, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মামুন কবিরাজ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী তার বক্তব্যে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন। এবং দৌলতপুর উপজেলা আওয়ামী লীগেকে শক্তিশালী করতে যুবলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।