দৌলতপুর প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে, পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগের ইউনিয়ন যুবলীগ সাবেক সভাপতি ও বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন টগর এর পক্ষ থেকে এলাকাবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পিয়ারপুর ইউনিয়নের মাদিয়া গ্রামের প্রতিবাদী সন্তান, ত্যাগি নেতা, বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিবেদিত প্রাণ শামীম হোসেন টগর শুক্রবার বিকেলে আল্লারদর্গা প্রেস ক্লাবে এসে নির্বাচনী প্রতিশ্র“তি ব্যাক্তি করে জানান, আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাসী তিনি, মনোনয়ন পেলে তিনি এলাকার মানুষের সেবা করে যাবেন। রাস্তা-ঘাট,বয়স্ক ও বিধাব ভাতাসহ নানা প্রকার প্রয়োজনীয় কাজে হয়রানী ছাড়া করে যাবেন। তিনি এলাকাবাসীর কাছে দোয়া প্রার্থী।