দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জেলা শিক্ষক সমিতির সভাপতি জিল্লুর রহিমের মৃত্যুতে, দৌলতপুর প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে স্মৃতি চারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর রবিরার সকাল ১০ টায় দৌলতপুর এস.বি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত স্মৃতি চারণ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন দৌলতপুর প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব গিয়াস উদ্দীন মাষ্টার, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সজিবুল হক, দোয়া পরিচালনা করেন এস.বি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম.অন্যান্যদের মধ্যে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন দৌলতপুর শাখার শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ খাঁন নুন,সাবেক সা:সম্পাদক মতিউল আলম, সাবেক সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, এস.বি.প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দীন, অনুষ্ঠানটি সঞ্চালন করেন আল্লারদর্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ১৫ অক্টোবর কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও কেন্দীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব জিল্লুর রহিম ইন্তেকাল করেন।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি