দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে কৃষকদের মাঝে হারভেস্ট মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে কৃষি বিভাগের আয়োজনে ৩০ লাখ ৫০ হাজার টাকা মূল্যে ৪টি মেশিন ৫০ ভাগ ভর্তুকিতে কৃষকদের দেয়া হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো.আব্দুল জব্বার এর সভাপত্বিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.এজাজ আহমেদ মামুন। এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মালেক, মৎস্য কর্মকর্তা খন্দকার শহীদুল ইসলাম ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আব্দুল হান্নানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণের সরকারের অর্ধেক ভর্তুকির মাধ্যমে মাত্র ১৪ লাখ টাকার কৃষি যন্ত্রপাতি পেয়ে খুশি কৃষকরা। এতে করে চাষাবাদ আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদী।