দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুরে থানা পুলিশের অভিযানে জ্বীনের বাদশা পরিচয় দানকারী রেখা খাতুনকে আটক করেছে।
এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী রিফায়েতপুর ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের মৃত রফিকুল ইলামের ছেলে নাজমুল করিম শফি জানান, গত ১৫ দিন আগে এক মহিলা জ্বীনের বাদশা পরিচয় দিয়ে আমার মুঠোফোন কল করে আমাকে বলেন, তোমার বাড়ির ভিতরে ৭ টি হিরের টুকরা ও ৫ কেজি স্বর্ণ আছে। যাহা জ্বীনের অধিনে আছে এবং সাপে পাহারা দিচ্ছে। আমি জ্বীনের বাদশা আমার কথা মত জ্বীনেরা চলে আমাকে ২ লক্ষ ২৫ হাজার টাকা দিলে সকল হিরে ও স্বর্ণ তোমাকে তুলে দিবো। বিষয়টি আমি বুঝতে পারি যে এটা প্রতারক চক্র তাই আমি টাকা দিতে রাজি হই এবং দৌলতপুর থানা পুলিশকে বিষয়টি অবগত করি। ১৪ নভেম্বর দুপুরে টাকা নিতে আসলে পুলিশকে জানালে থানা পুলিশ তাকে আটক করে। বিষয়টি তদন্ত করে সঠিক বিচার দাবি করেন তিনি।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, ব্যবসায়ী শফির সহযোগীতায় জ্বীনের বাদশা পরিচয় দানকারী রেখা খাতুন কে আটক করা হয়েছে এবং এই প্রতারক চক্রের বাকী সদস্যদের আটকের চেষ্টা চলছে।