দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়া দৌলতপুর ফিলিপনগর ইউনিয়ন নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা ওরুশ কবিরাজের নির্বাচনী পোষ্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে।
সোমবার গভীর রাতে সাদীপুর হতে আশরাফ মোড় ও ইসলামপুর এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা ওরুশ কবিরাজের আনারশ মার্কার পোস্টার ছেড়া অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।
পোস্টার ছেড়ার বিষয়ে জানতে চাইলে সোহেল রানা ওরুশ কবিরাজ বলেন, পোষ্টার ছেঁড়া একটি ছোটলোকি কাজ। পোস্টার ছেঁড়ার মাধ্যমে আমাকে জনগণের মন থেকে ওরুশ কবিরাজকে মুছে ফেলতে পারবে না। আমরা গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে এ নির্বাচনে অংশগ্রহণ করেছি। এই নির্বাচনে জয়লাভ করার জন্য আমাদের যা যা করনীয় আমরা তাই তাই করবো।
তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস জনগণ আনারশ মার্কায় ভোট দেওয়ার জন্য উৎসুক হয়ে আছে। যদি নির্বাচন কমিশন নুন্যতম সুষ্ঠু ভোট দিতে পারে, তবে আমার বিজয় সুনিশ্চিত বলে আমি বিশ্বাস করি।
এসময় তিনি আরও বলেন, আমার পোস্টার ছেঁড়া ও নির্বাচনী প্রচারণায় বাঁধা তৈরি করার মাধ্যমে নৌকার প্রার্থী নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করছেন।
তিনি বলেন, আমি আশা করবো একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জনগণের ভোটাধিকার প্রয়োগের স্বার্থে নির্বাচন কমিশন এসব বিষয়ে খুব দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি