দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইউ.এন.ও অফিসের সামনে টেলিফোন বক্সটি গাছের সাথে ঝুলছে ৫ বছর ধরে।
এ ব্যাপারে দৌলতপুর টেলিফোন এক্সচেঞ্জ অফিসে বিষয় জানালেও কোন পদক্ষেপ গ্রহণ করেনি কর্তৃপক্ষ,এদের উদাসীনতা ও সেবায় অবহেলার কারণে টেলিফোন গ্রাহক শুন্যের কোঠায় পোঁছেছে। মেহগিনি গাছের সাথে বড় রড় কয়েকটি পেরাক পুতে তার জড়িয়ে উন্মুক্ত অবস্থায় রাখা হয়েছে বক্সটি। অবহেলা ও উদাসিনতার ছাপ স্পষ্ট লক্ষ্য করা গেলেও উপজেলার চারুকা শক্তি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এসি ল্যান্ড অফিসের সামনে হওয়া সত্বেও কর্তৃপক্ষের দ্বায়ীত্ব অবহেলা অমার্জনীয়। গাছটি ধীরে ধীরে মোটা হয়ে কাঁটা গুলি ঢেকে যেতে বসেছে। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করা হল।