দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নৌকার পক্ষে ভোট করার অপরাধে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ ২জন আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের বাহিরমাদী গ্রামে প্রতিপক্ষের হামলা ও গুলিতে মা ও ছেলে আহত হন। আহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।
আহতদের স্বজনরা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট করার অপরাধে নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নানের লোকজন ইউপি সদস্য রোকেয়া খাতুনের বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা ইউপি সদস্য রোকেয়া খাতুন (৪০) কে ধারাল অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করে এবং তার ছেলে তৌকির হাসান রব্বিকে লক্ষ্য করে, পর পর ২ রাউন্ড গুলি করে ঘটাস্থল থেকে নির্বিগ্নে চলে যায়। গুলিতে ছেলে তৌকির হাসান রাব্বি (২২) বামহাতে গুলিবিদ্ধ হলে আহত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
নির্বাচনে পরাজিত নৌকার প্রার্থী সৈয়দ আহমেদ জানান, নৌকার পক্ষে ভোট করার অপরাধে বিজয়ী চেয়ারম্যানের সমর্থক তোফায়েলও রুবেলের নেতৃত্বে একদল যুবক রোকেয়া মেম্বরের বাড়িতে হামলা চালিয়ে গুলিবর্ষণ করে রোকেয়া মেম্বরের ছেলেকে আহত করে এবং ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে রোকেয়া মেম্বরকে জখম করে। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। পরে গুলিবর্ষণকারী রুবেল এলাকা থেকে মোটরসাইকেল যোগে অন্যত্র যাওয়ার সময় তার কাছে থাকা পিস্তলের গুলিতে সেও আহত হয় বলে জানাগেছে।
হামলার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার নবাগত ওসি ্এস এম জাবীদ হাসান জানান, নির্বাচন সংক্রান্ত ঘটনায় ১জন আহত হয়ে দৌলতপুর হাসপাতালে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ বিষয়ে ৩০-১১-২০২১ ইং তাং দৌলতপুর থানায় মামলা হয়েছে মামলা নং দৌলতপুর ৪৭ । ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি