দৌলতপুর প্রতিনিধি : কুৃষ্টিয়া দৌলতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মোঙ্গলবার বিকাল ৩টার সময় উপজেলা অডিটোরিয়াম রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল জব্বার এর সভাপতিত্বে ৮ ডিসেম্বর দৌলতপুর হানাদার মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর ও ১৬ ডিসেম্বর পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক কুৃষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাইদার আলী, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, ভাইচ-চেয়ারম্যান সোনালি খাতুন আলেয়া, থানা অফিসার ইনচার্জ এস এম জাবীদ হাচান, পশু সম্পদ কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মজিবর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির ফিরোজ খান নুন, দৌলতপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ উপজেলার ১৪ ইউনিয়নের সুধী জন। এ সময় প্রস্তুতি সভায় মহান বিজয় দিবস সহ ডিসেম্বর মাসে সকল দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আলোচনা হয়।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি