দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুরে ৩০ তম আর্ন্তজাতিক ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দৌলতপুর প্রতিবন্ধী অটিজম বিদ্যালয় প্রাঙ্গানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে ব্যানার সহর্যালী ও দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা প্রতিবন্ধী অটিজম বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবু সালেহ মজনুল কবির পান্নার সভাপতিত্বে , প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল জাব্বার, বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া।
উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), মোঃ আহসানুল হক, ওসি তদন্ত মোঃ শফিকুল ইসলাম, শিক্ষক মোঃ খারুল কবির মুন্না, মোঃ জামিরুল ইসলাম। আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোছাঃ নুর জাহান, রঙ্গিলা বিশ্বাস বেলিয়ারা, অনুষ্ঠান শেষে মানোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন।