দৌলতপুর প্রতিনিধি ঃ কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় স্বারূপপুর ব্র্যাক পাড়া নামক স্থানে ৬ ডিসেম্বর সোমবার বেলা ১১টায় দিকে অটোরিক্সার চাকায় পিষ্ট হয়ে উপজেলা তারাগুনিয়া গ্রামের লন্ডি ব্যাবসায়ী নিয়াত আলী (৬৫) মারা যায়, (ইন্না— রাজিউন)। তারাগুনিয়া কাঁচা বাজারের মসজিদ মার্কেটের লন্ডি ঘর নিয়াত আলি, তিনি দৌলতপুর হাসপাতালে টিকা দেওয়ার জন্য অটো গাড়ি চড়ে যাওয়ার পথে স্বরুপপুর মধ্যে অটো উল্টে ঘটনা স্থলে মারা যায়। তার বাড়ি তারাগুনিয়া, সাবেক এমপি আফাজ উদ্দীন বিশ্বাস এর গলি, দূর্ঘটনায় নিহত নিয়াত আলী মৃত রিফাজ আলীর পুত্র। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।