দৌলতপুর প্রতিনিধি : কুৃষ্টিয়া দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয় চত্বরে রামকৃষ্ণ পুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে, শনিবার বিকালে ইউনিয়নের গরীব দুঃখী ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
দৌলতপুর উপজেলা শাখা বঙ্গবন্ধু পরিষদের সহ – সভাপতি মেহেদী হাসান এর সভাপতিত্বে , অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিপণন গবেষক সমাজ সেবক ও মেসার্স খালেক ট্রেডিং কর্পোরেশন এর প্রোপ্রাইটর মোঃ মোস্তাফিজুর রহমান খালেক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগ এর সভাপতি ডাঃ শরিফ উদ্দিন,দৌলতপুর উপজেলা শাখা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আয়েজ উদ্দিন মাস্টার , আকরাম হোসেন সহ স্থানীয় নেতা কর্মী। অনুষ্ঠানে প্রধান অতিথির সহযোগীতায় প্রায় ২ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় মোঃ মোস্তাফিজুর রহমান খালেক তার বক্তব্যে উল্লেখ করেন, করোনার শুরু থেকে বিভিন্ন ইউনিয়নে ত্রান সামগ্রী ও শীতের সময় উপজেলার বিভিন্ন গ্রামের সাধারন মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করে আসছি, তার ধারাবাহিকতায় আজ এই আয়োজন। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে থাকতে পারি।