দৌলতপুর প্রতিনিধি : কুৃষ্টিয়া দৌলতপুর উপজেলার আল্লারদর্গা নাসির উদ্দীন বিশ্বাস পলিটেকনিক ইন্সিটিটিউটের মিলনায়তনে নাসির উদ্দীন বিশ্বাস কল্যাণ ট্রাস্টের উদ্দোগে এসএসসি গোল্ডেন এ প্লাস প্রাপ্তদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৪ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে শ্রী দুলাল দেবনাথের সভাপতিত্বে, বক্তব্য রাখেন ট্রাস্টের সদস্য আলহাজ্ব গোলাম মোস্তাকিম লস্কর, নাসির উদ্দীন আহাম্মেদ, এস.এম হাসান, নাসির বিড়ি ইন্ডাঃ এর ম্যানেজার হাবিবুর রহমান, অবিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সেলিম উদ্দীন মাষ্টার, মোঃ নওয়াব আলি মাষ্টার, উম্মে হাবিবা সুলতানা, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মওদুদ আশরাফ, ফারান হোসেন জিদান, উম্মে হালিমা, তাসনিয়া সাহরিয়র প্রমূখ। উপস্থিত ছিলেন জি.এম ফারুক হোসেন, ম্যানেজার মাখলুকাত হোসেন মুকুল, প্রধান শিক্ষক মখলেচুর রহমান, মহাসিন আলি, অবিভাবক বৃন্দ, আগত ছাত্র-ছাত্রী বৃন্দ ও এলাকার সুধি মন্ডলী উপস্থিত ছিলেন। ২০১৯-২০২১ ও ২০২১-২০২২অর্থ বছরের শিক্ষাথীদের বুত্তির টাকা ও সনদ প্রদান করা হয়।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি