দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স তারাগুনিয়া শাখার বিরুদ্ধে চরম গ্রাহক হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে শত শত গ্রাহক ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড তারাগুনিয়া শাখায় ইন্স্যুরেন্স করে। তাদের মেয়াদ ২০২০ সালে শেষ হয়ে গেছে, গ্রহকরা টাকা দাবী করলে তাদের প্রয়োজনীয় কাগজ পত্র জমা নিয়ে বছরের পর বছর টাকা না দিয়ে নানা অযুহাতে চরম হয়রানি করা হচ্ছে। দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জয়ভোগা গ্রামের হত দরিদ্র সোয়াদ বিশ্বাস মেয়ের বিয়ে দেওয়ার জন্য টাকা সঞ্চয় করার উদ্দেশ্যে একটি বীমা করে, পলিসি নং ০০৩০০০৪৬৭-৪, বীমাটির মেয়োদ ২৮ জুন ২০২০ সালে শেষ হলেও তার পাওনা টাকার পরিমান ৩৬,৩০০/= তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য টাকা গুলি এখনো পায়নি, তাকে দিনের পর দিন হয়রানী করা হচ্ছে। এমনি ভাবে দুলাল,নাজমা হোসনেয়ারা,অন্নাহারসহ শত শত গ্রাহক হয়রানির শিকার হচ্ছে, তাদেও কষ্টার্জিত টাকা নিয়ে চরম বিপাকে পড়েছে। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে ভুক্তোভোগী গ্রহকরা।